
লন্ডন টাইমস নিউজ ঢাকা।নারী নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনা ঘটলে সমাজে হেয় প্রতিপন্ন হওয়ার ভয়ে অনেকে তা প্রকাশ করে না বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ জন্য অনেক ঘটনাই আড়ালে থেকে যায় বলে তিনি মনে করেন। এ ধরনের ঘৃণ্য অপরাধের বিষয় গোপন না রেখে অপরাধীদের শাস্তি প্রদানের জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে সময়মতো জানানোর অনুরোধ জানিয়েছেন তিনি।
সমসাময়িক বিভিন্ন বিষয়ে বৃহস্পতিবার এক অনলাইন ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় তিনি আরও বলেন, ঘৃণ্য অপরাধীদের যারা আশ্রয় প্রশ্রয় দেবে, তাদেরও বিচারের আওতায় আনা হবে। প্রতিটি ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হবে, কোনো অপরাধীই রক্ষা পাবে না।
ধর্ষণবিরোধী আন্দোলন প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেন, বিএনপি এসব ঘটনাকে অন্যদিকে ঘোরানোর অপচেষ্টায় লিপ্ত। যখনই কোনো ইস্যু পায়, তা খড়কুটোর মতো আঁকড়ে ধরে সরকারবিরোধী আন্দোলনের অপপ্রয়াস চালায় তারা।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি ২০০১ সালে ক্ষমতায় আসার পর হত্যা, সন্ত্রাস, নারী নির্যাতন ও সংখ্যালঘু নির্যাতনের অভয়ারণ্য তৈরি করেছিল। হাজারো নারী ধর্ষণের শিকার হয়েছিল, কেউই বিচার পায়নি। বিচারের বাণী তখন নিভৃতে কেঁদেছে। সংখ্যালঘু নির্যাতন ওই সময় একাত্তরের পাকিস্তানি হানাদারদের নির্যাতনকেও হার মানিয়েছিল।