
এলটিএন বরিশাল ।বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় রাতভর আটকে রেখে ধর্ষণ ও চাঁদাবাজির অভিযোগে নববিবাহিত কিশোরী (১৭) মেয়ে মামলা করেছে। মঙ্গলবার বিকেলে কাজীরহাট থানায় কিশোরী বাদী হয়ে মামলা করে। মামলায় তিনজনের নাম উল্লেখ করে মোট পাঁচজনকে আসামি করা হয়েছে।
কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় মঙ্গলবার বিকেলে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মামলার এজাহারে বলা হয়েছে, কিশোরীকে রোববার সারা রাত আটকে রেখে তিন যুবক ধর্ষণ করেন। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য কিশোরীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। ওই ইউপি সদস্য অভিযুক্ত যুবকদের ২০ হাজার টাকা করে জরিমানা করে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন।
স্থানীয় দুই ব্যক্তির ভাষ্য, স্থানীয় একজনের সঙ্গে কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু পরিবার তাকে অন্য ছেলের সঙ্গে বিয়ে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে ওই যুবক রাজিবকে দিয়ে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে তাদের ধারণা।
কিশোরী তার করা মামলায় বাবু হাওলাদার, নাজমুল হোসেন ও রাজিব ফকিরের নাম উল্লেখ করেছে।