
❑ ষড়ঋতুর ছড়া
গ্রীষ্মকালে
ফলের গন্ধ –
অগ্নিঝড়া দুপুর।
বর্ষাকালে
বৃষ্টি অাসে-
নদীনালা ভরপুর।
শরৎকালে
কাশফুল সব-
ভাসে নদীর ধারে।
হেমন্তকালে
নতুন ধানে-
কৃষকের গোলা ভরে।
শীতকালে
কুয়াশা নিয়ে-
অাসে শীতের বুড়ি।
বসন্তকালে
বাগান সুন্দর-
ফোটে ফুলের কুঁড়ি।
❑ ভালবাসি
ভালবাসি মাঠ
বাংলার ফল,
বাংলার নদী
বাংলার জল।
ভালবাসি নীল
বাংলার বাতাস,
বাংলার অালো
বাংলার বাতাস।
ভালবাসি বাউল
বাংলার গীতি,
বাংলার বর্ণে
বাংলার রীতি।
ভালবাসি পাখি
বাংলার কোয়েল,
বাংলার ফিঙ্গে
বাংলার দোয়েল।
❑মোনাজাত
হে রহমান,
দয়া করো,তুমি তো রহিম।
হে রহমান,
মাফ করো, তুমি দয়ায় অসীম।
হে রহমান,
শীতল করো, পাপে ভরা এ ধরণী,
হে রহমান,
পার করো,গুনায় ভরা এ তরুণী।
হে রহমান,
বাঁচিয়ে দাও, তোমার অধম বান্দায়ে।
হে রহমান,
কি লাভ বলো,অামাদের শুধু কান্দায়ে।
হে রহমান,
কবুল করো, এ অধমের মোনাজাত।
হে রহমান,
খুব ভরসায়, তুলেছি এ দু’হাত।