
লন্ডন টাইমস ডিজিটাল।নিজের বিয়ের জন্য প্রস্তুতির কথা জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডান। কিন্তু এখন পর্যন্ত তারিখ নির্ধারণ করেননি।
বুধবার নিউ প্লাইমাউথ শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমাদের বেশ কয়েকটি পরিকল্পনা আছে। বিস্তারিতভাবে আয়োজনের আগে পরিবার ও বন্ধুদের তা জানানোর দরকার আছে।
চল্লিশ বছর বয়সী জাসিন্দার টেলিভিশন উপস্থাপক ক্লাক গেইফোর্ডের সঙ্গে বাগদান হয়েছে। তাদের দুই বছর বয়সী একটি কন্যা আছে।
দেশটির সর্বশেষ সাধারণ নির্বাচনে তার নেতৃত্বে লেবার পার্টি ভূমিধস বিজয় নিয়ে ক্ষমতায় আসে। প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন জাসিন্দা আর্ডান।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস রোধে তার পদক্ষেপ বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে।