
এলটিএন, ঢাকা।দেশের জনপ্রিয় জাদুশিল্পী জুয়েল আইচ সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি হাসপাতালে এখনও চিকিৎসারত অবস্থায় রয়েছেন। তবে, তার স্ত্রী বিপাশা আইচ ও মেয়ে সুস্থ হয়ে উঠেছেন। দেশের এই বরেণ্য জাদুশিল্পীকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এখনও চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান বিপাশা আইচ।তিনি তার স্বামীর জন্য দোয়া চেয়ে বলেন, ‘জুয়েলের জ্বর ও কাশি রয়েছে। শ্বাসকষ্ট না থাকলেও তাকে অক্সিজেন দেয়া হচ্ছে। সবাই তার জন্য দোয়া করবেন।’
প্রসঙ্গত, গত ৪ নভেম্বর থেকেই জ্বরে আক্রান্ত হন জুয়েল আইচ। জ্বরের মাত্রা বাড়তে থাকলে চিকিৎসকের পরামর্শে কোভিড-১৯ পরীক্ষা করালে রেজাল্ট পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে সোমবার মধ্যরাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে গতকাল মঙ্গলবার দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে আসা হয়। সূত্রমতে জানা যায়, তার ফুসফুসও সংক্রমিত হয়েছে