
লন্ডন টাইমস নিউজ।শর্তসাপেক্ষে অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বিশেষ বৈঠক শেষে সাংবাদিকদের এমনটিই জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ বিন জায়নুদ্দিন। বৈঠকে উপস্থিত ছিলেন দেশটির মানব সম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান। বৈধকরণ প্রক্রিয়া ১৬ই নভেম্বর থেকে ২০২১ সালের ৩০শে জুন পর্যন্ত চলবে এ প্রক্রিয়া।