
রাজধানী, এলটিএন।সারাদেশে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছেন নারী অধিকার কর্মীসহ সর্বস্তরের নারীরা।
আজ বুধবার সন্ধ্যায় ‘প্রজন্মান্তরে নারীবাদী মৈত্রী’ ব্যানারে ‘মুক্তির মিছিল’ শীর্ষক এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় হাতে মশাল এবং ফেস্টুন নিয়ে মিছিলে যোগ দেন নারীরা। ছবি: রাশেদ সুমন
এসময় হাতে মশাল জ্বালিয়ে এবং ব্যানার-ফেস্টুনে ‘মশাল তোল হাতে হাতে, কণ্ঠ ছাড়ো জোরে’, ‘কাজে কর্মে দিনে রাতে, নির্ভয়ে চলবো পথে’, ‘পথে ঘাটে দিনে রাতে, চলতে চাই নিরাপদে’, ‘আমি নারী, সারা পৃথিবী আমার যুদ্ধক্ষেত্র’ স্লোগান লিখে প্রতিবাদ জানান নারীরা।

‘মশাল তোল হাতে হাতে, কণ্ঠ ছাড়ো জোরে’, ‘কাজে কর্মে দিনে রাতে, নির্ভয়ে চলবো পথে’-সহ আরও অসংখ্য স্লোগান দেন নারীরা। ছবি: রাশেদ সুমন
মিছিলটি ধানমন্ডির সাত মসজিদ রোড থেকে শুরু হয়ে ২৭ নম্বর পেরিয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে অগ্রসর হয়।