জানতে চাইলে আওয়ামী লীগ প্রার্থীর বিজয়ী হওয়ার বিষয়টি নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম। আজ সন্ধ্যা ছয়টায় তিনি বলেন, নৌকা প্রতীকের প্রার্থী ১০ হাজার ৭৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৭৮ ভোট।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার ২১ হাজার ১১০ জন। মোট ভোট পড়েছে ১৪ হাজার ৭। ভোট পড়ার হার ৬৬ শতাংশ। বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী পেয়েছেন কাস্টিং ভোটের শতকরা প্রায় ৭৭ ভাগ।