প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘কোনো অনুষ্ঠানে গেলেই ফুল আর ক্রেস্ট দেওয়া হয়। সঞ্চালক নানা ধরনের প্রশংসাবাক্য বলতে থাকেন। আমি বলি, এত প্রশংসা করবেন না। এসব প্রশংসা কমিয়ে আনা দরকার। একজন সামরিক কর্মকর্তা যুদ্ধে যেমন শুধু বলেন, শুট শুট শুট। তেমনি আমিও বলি, কাজ কাজ কাজ। অনুষ্ঠানে শুধু এতটুকু বলা যেতে পারে যে কেমন আছেন, ভালো আছেন? এটুকুই যথেষ্ট।’
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে দক্ষতা ও মান নিয়ে প্রশ্ন উঠেছে। আমাদের মনে রাখতে হবে, যে টাকা দিয়ে দেশের উন্নয়ন হচ্ছে, সেই টাকা আমাদের নয়, জনগণের টাকা। জনগণ আমাদের টাকা দিয়েছে নিজেরা না খেয়ে। আধপেটা খেয়ে গ্রামে বসে তারা আমাদের দায়িত্ব দিয়েছে। অথচ আমাদের সুবিধাজনক একটা সিস্টেম দিয়েছে, খাবারদাবার দিয়েছে। তারা আশা করে, আমরা আমাদের দায়িত্ব পালন করব। সেটা তাদের নৈতিক এবং বাস্তবিক চাওয়া। সেটাই আমি আপনাদের বারবার বলি, আমরা কাজটা যেন যথা সময়ের মধ্যে করি। কিন্তু আপনি যদি কাজটা না করেন, যেখানে সেতু করার কথা ছিল, সেটি না করেন, তাহলে জনগণের কথা তো শুনতেই হবে।’