
বেইজিংঃচীনের সরকারী মিডিয়ায় বলা হয়েছে, চীনা একটি ওষুধ কোম্পানির উদ্ভাবিত কোভিডের টিকা এ বছরের শেষ নাগাদ তৈরি শুরু হবে।
চায়না ন্যাশনাল ফারমাসিউটিক্যাল গ্রুপ (সিনোফার্ম) চেয়ারম্যান লিউ জিংযেন বলেন, আগামি তিন মাসের মধ্যে মানুষের ওপর এই টিকার পরীক্ষা শেষ হবে বলে তারা আশা করছেন।
চীনে নতুন রোগির অভাবে সিনোফার্মের সহযোগী সংস্থা চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সহ অন্য কয়েকটি দেশে এই পরীক্ষা চালাচ্ছে।
সেনোভ্যাক বায়োটেক নামে আরেকটি চীনা কোম্পানিও কোভিডের টিকা তৈরির জন্য কাজ করছে। তারা এখন ব্রাজিলে তাদের উদ্ধাবিত ঐ টিকার পরীক্ষা চালাচ্ছে।