
লন্ডন টাইমস নিউজ।মহামারী করোনার দ্বিতীয় প্রকোপ ঠেকাতে বাংলাদেশসহ আরো ১৭টি দেশের সাথে ইতালির ফ্লাইট ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবের্তো স্পারেন্সা।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে করোনা সংক্রমণ ঠেকাতে ১৭ টি ঝুঁকিপূর্ণ দেশের সাথে ৩১ আগস্ট পর্যন্ত ফ্লাইট বন্ধের ঘোষণা দেয় ইতালি সরকার। তবে বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে ফ্লাইট বন্ধের এ সময়সীমা ৩১ আগস্ট থেকে কমিয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়েছে। এ নিষেধাজ্ঞাটি ইউরোপিয়ান সময় অনুযায়ী ১০ আগস্ট রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত বহাল থাকবে। তবে পরবর্তীতে এ সিদ্ধান্ত আবারো বাড়ানো হবে কিনা সেবিষয়ে কিছু বলা হয়নি।
১০ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞার দেশগুলি হচ্ছে- আলজেরিয়া, আরমানিয়া, বাহরাইন, বাংলাদেশ, ব্রাজিল, বসনিয়া, চিলি, রিপাবলিক ডোমেনিকান, কসভো, কুয়েত,মন্তেনেগ্রো, উত্তর মাচেদোনিয়া, ওমান, পানামা, পেরু ও সার্বিয়া।