
লন্ডন টাইমস, ব্রাম্মণবাড়িয়া।ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় গ্রামবাসীদের সংঘর্ষে তিন পুলিশসহ ৪০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার (৭ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া সদর ও নাসিরনগর উপজেলায় পৃথক এক সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ দাঙ্গাবাজ তিনজনকে আটক করেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিন দাঙ্গাবাজকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে জেলার নাসিরনগরে বসত ঘরে হাঁস যাওয়াকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এসময় বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যা প্রায় সাড়ে ৭টার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নের মছলন্দপুর গ্রামের সড়কপাড়ার রজব আলীর হাঁস একই গ্রামের দক্ষিণপাড়ার হোসেন মিয়ার ঘরে গেলে তারা আটকিয়ে রাখে। এনিয়ে রজব আলোর স্ত্রী আমেনা খাতুনের সঙ্গে কথা-কাটাকাটির জের ধরে ওই গ্রামের দুই দলের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিসুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।