
জেদ্দা প্রতিনিধি:সৌদি আরবের জেদ্দাতে বোরকা কারখানা থেকে মালামাল চুরি করে পালিয়ে গেছে দুই শ্রমিক সাথে মালিকের শিশু কন্যার গলার চেইন চিনিয়ে নিয়ে যায় তারা।
জানা যায়,সোমবার (৩০ আগস্ট) সন্ধা বেলা জেদ্দাতে কারখানার মালিক আনোয়ার মার্কেটে গেলে সেই সুযোগে কামাল নামক এক শ্রমিকের নেতৃত্বে তার আরেক সহযোগী মিলে বিভিন্ন প্রকারে ১৬ ডজন বোরকা এবং ৮ তাগা মৌজুদকৃত কাপড় চোপড়সহ ১ তুলাধিক স্বর্ণের চেইন নিয়ে যায় তারা। চুরিকৃত মালামালের আনুমানিক মূল্য ১১ হাজার রিয়াল যার বাংলাদেশী মূদ্রার পরিমাণ ২লাখ ৫৩ হাজার টাকা। অভিযুক্ত চোর কামাল কক্সবাজারের খুটাখালী ইউনিয়নের মোহাম্মদ হোসাইনের ছেলে আর তার সহযোগী আরেক জন মোহাম্মদ হোসেন তার বাড়ি পেকুয়া বলে জানা গেছে।
সৌদি আরবের আইনে চুরির অভিযোগ প্রমাণিত হলে চোরদের হাতের কব্জি কেটে ফেলার বিধান রয়েছে।
এদিকে আনোয়ার জানান,”কারখানায় তারা আসছেন একমাসও হয়নি এরই মধ্যে এত মালামাল চুরি করে পালিয়ে গেছে, আগে কামাল ও তার সহযোগী হোসাইন মক্কায় ছিলেন।তাদের সাথে কোন রকম লেনদেন নেই বলে জানান ভুক্তভোগী”।