
লন্ডন টাইমস নিউজ।করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী।
শনিবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে বলে জানিয়েছেন সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুন হাবীব।
মুক্তিযুদ্ধকালীন ৮ নম্বর সেক্টরের কমান্ডার আবু ওসমান চৌধুরীর বয়স হয়েছিল ৮৪ বছর।সেক্টর কমান্ডার্স ফোরামের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন আবু ওসমান চৌধুরী।
বীর এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে অন্যান্যদের মধ্যে শোক প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী, স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, আইনমন্ত্রী আনিসুল হক, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এস এম রেজাউল করিম এবং কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক।
সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল (অব:) আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে এদেশের বীর সন্তান আবু ওসমান চৌধুরীর অসামান্য অবদান বাঙালি জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। এই মহান ব্যক্তির মৃত্যুতে জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো।
ড. মোমেন মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।