
মতিয়ার চৌধুরী । সিনিয়র নিউজ এডিটর। লন্ডন টাইমস নিউজ। লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস এর স্পিকার হিসেবে দায়িত্ব নিলেন ব্রিটিশ বাংলাদেশী আহবাব হোসেন। এর আগে তিনি ডেপুটি স্পীকার হিসেবে দায়িত্ব পালন করেন।
গতকাল ৩০সেপ্টেম্বর বুধবার কাউন্সিল অধিবেশনে নির্বাহী মেয়র জন বিগস স্পীকার হিসেবে আহবাব হোসেনের নাম ঘোষনা করেন। ২০১৮ সালে কাউন্সিল নির্বাচনে আহবাব হোসেন লেবার দলের প্রার্থি হিসেবে বেথনালগ্রীন ওয়ার্ড থেকে সর্বোচ্চ ভোটে কাউন্সিলার নির্বাচিত হন।
আহবাব হোসেনের দেশের বাড়ী বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলাার জগন্নাথপুরের প্রভাকরপুর গ্রামে। গ্রেটার লন্ডনের মাল্টি ক্যালচারাল বারা হিসেবে পরিচিত টওয়ার হ্যামলেটস থেকে একজন বাঙ্গালী স্পীকার নির্বাচিত হওয়ায় ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটিতে বইছে আনন্দের বন্যা।